পাতা



পাতা।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------------------------------------
শুকিয়েই গেলো সেই কলমের কালি,
'লাওহে মাহফুজে', সপ্ত আকাশ উর্ধ্বে যা রয়েছে ঝুলি!
অনেক উপরের 'সিদরাতুল মুনতাহা' আর, প্রজাপতি সোনালী!
নিজ পরিচয় প্রকাশী বৃক্ষপত্র-ডালি।
অজস্র পাতা উল্টিয়ে একের পর এক,
আরোপিত আদেশে ধরা সৃষ্টি হরেক।
জমা নিয়ে মোট কর্মখাতা,
নিচে ঝরে একটা পাতা!
অজানা সময়, নিশ্চিত ঘটনা,
দোদুল্যমান আশা আর, ভয়ের যাচনা!
অদৃষ্ট পাতায় নূরের কলমে লেখা কার্যকর অক্ষর,
ফলে যাচ্ছে সর্বদা, পুরোটা সময় জুড়ে প্রতি দিন প্রতি প্রহর!
পাতা তুমি প্রবাহিত হাওয়ায়, ক্ষীণ শব্দে দোলে,
ঐকতানে খসখস ধ্বনিতে দাও ফুটিয়ে তব পরিচয়,
চিরসবুজ ইতিহাসের পাতা হলদেটে না! একেবারেই তরুণ মূলে!
মায়াভরা রহস্যে সব সৃষ্টি ঘেরা রয়, হয়ে চির অক্ষয়।

Image by Terri Cnudde from Pixabay

Post a Comment

0 Comments