তরঙ্গ।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------------------------------
বিকেল বেলা গড়িয়া যায়, সোনালী আলোর খেল,
আকেল এলা, বসিয়া হায়! রূপালী বালুর মেল।
কর্ণ পেতে রই, তোমার সুকন্ঠ শ্রবণে অধীর বর্ণ,
পূর্ণতাতে সই, ভবের সুষুপ্ত গগনে মধুর স্বর্ণ।
দিকহীন বাকছাড়া তরঙ্গ স্বাধীন,
প্রতিদিন খইহারা অভঙ্গ জমিন।
নানাকথা ছুটে ফেরে, চারপাশ হাওয়া দিয়ে গাঁথা,
সেই ব্যথা ঘটে জুড়ে, অনিমেষ ছাওয়া নিয়ে কথা।
চুপ থাকা ভালো অনেক, তাই চুপ রই চুপ,
খোপ ঢাকা হলো বারেক, কই লোপ সই! লোপ!


Image by Dimitris Vetsikas from Pixabay