অসীম পানে


    

অসীম পানে।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------
অকস্মাৎ, শক্তিক্ষেত্রের সম্ভাবনাময় জগতে আবির্ভাব হলো- অতি ক্ষুদ্র দুটো পারমাণবিক কণার,
একটি ইলেকট্রন ও একটি পজিট্রন, পরস্পর বিপরীত আধানবিশিষ্ট, এখন চেষ্টা করো, ঘটনাটি মন দিয়ে শোনার!
সেকেন্ডেরও লক্ষ-কোটি ভাগের কম সময় নেয় ব্যাপারটা ঘটতে, সূক্ষ্ম বিষয় রয় গণনার!
স্রষ্টা দিলেন যখন পদার্থ ও প্রতি-পদার্থের কণা দুটিকে একীভূত করে,
তখন আশ্চর্য আলোকে ফোটন নিলো জন্ম, ওগুলো হারালো চিরতরে!
আপাতদৃষ্টিতে মনে হয় যেন, করলো বুঝি এরা শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘন!
কিন্তু, আসলে তা না, অনিশ্চয়তার নীতি অনুযায়ী, এটা থাকে খুবই অল্পক্ষণ!
নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে মিলিয়ে যায় পরমুহূর্তে,
তাত্ত্বিকভাবে এটা তাই অনুমোদিত, ব্যত্যয় ঘটে না কাঙ্খিত শর্তে!
পুরো মহাবিশ্ব জুড়ে, পাবে না খুঁজে তুমি একেবারে নিগুঢ় শূন্যস্থান,
পরম শূন্য বলে নেই কিছুই, অসংখ্য অদেখা কণা আর তরঙ্গরা করে বিচরণ, প্রতি মাত্রায়,
নিরাকার এক আল্লাহ্ প্রদত্ত এই রহস্যে দাও গভীর ডুব, শেষ ফলাফল মিলে প্রথমেই, যা রয় শুরুতে প্রত্যেক যাত্রায়!

Image Credit: Optical: ESO/E. Helder; X-ray: NASA/CXC/Univ. of Utrecht/J.Vink et al.

Post a Comment

0 Comments