আবর্তন



আবর্তন।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------
সাগরতীরে দাঁড়িয়ে তু্মি, ঠান্ডা বায়ে ক্ষণ পরে পরে দেয় গায়ে কাঁটা!
দেখো তাকিয়ে ঐ দিগন্তে, ডুবে যাচ্ছে কেমন করে রক্তিম সূর্যটা,
লালিমা ছড়িয়ে দিয়ে মিশে যাচ্ছে গাঢ় নীল পানির দূর কিনারায়,
ভাসমান মেঘেরা রঙ ধারণ করে তার যাওয়াটাকে যেন ধরে রাখতে চায়!
স্রষ্টার কুদরতি পায়ে দেয় সেজদা, অবনত হয় নম্রতায় প্রতিদিন,
প্রভাতের স্নিগ্ধ আলো আর গোধূলির আবহে পাবে তার নিদর্শন অমলিন।
আধেক বৃত্ত ভেদ করে মনে হয় যেন পানি ভেতরে ঢুকে পড়ে!
সলিলের পরশ পেয়ে কি যায় চলে হেথা দিনের আলো সরে!
দেখা আর ধারণার মাঝে রয় কত ভুল মোদের,
আদতে মহাশূন্যে কাটে সাঁতার সে একাধারে,
ধরা হতে বহু দূরে,
বিলায় অমূল্য রশ্মি তরে জগতের!

Post a Comment

0 Comments