বাতাস।
  - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
তুমি বললেই বয়ে যাও,
অনায়াসে এপার থেকে ওপারে,
সাদা শীতল স্তম্ভ খন্ড খন্ড,
একসাথে মিলিত আকারে!
মাঝে মাঝে ফুঁসে উঠো,
প্রলয়ংকরী বাহারে!
তোমারি জন্যে আতঙ্ক ঠাহরায়,
মনের মাঝারে।
শোনো, আরো মৃদু বেগে বইবে,
যেন ব্যথা না লাগে,
মোদের ঘর-দুয়ারে!
তুমি তো জীবন্ত!
তাই, কথা রেখো আমাদের,
একটুখানি স্মরণ করে!
হুঁ হুঁ হাহাকারে,
ভীষণ বেদনাভারে-
কাতরাও তুমি!
কার শোকে-
তোমার এমনি ক্রোধ জমে মনে?
আছড়ে পড়ো না, কথা রেখো;
বললে প্রিয়জনে!


Image by Dimitris Vetsikas from Pixabay