ব্যালেন্স!
  - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------------------------------
একদিক উঁচু আর, ঐপাশ নিচু,
হলো না তো সে সমান, বুঝেছো কিছু?!
কষ্টে চোখে জল, গড়ায় না যেন,
সাথে সাথে আনমনা, যায় পূর্ব জ্ঞানও!
আগ-পিছু মাপজোখ করে করি ব্যালেন্স!
পথ বাঁকা হয়ে যেন, হারায় না সেন্স!
ঐদিকে একটু তাকিয়ে দেখো,
কদম ফেলে চলছো, হুঁশ মনে রাখো!
ওহ্! একদম হাঁসফাঁস, জানটা শেষ!
শোঁ করে চলে গেলো, মনটা বেশ!
ছিল ওটা এক যান, আচমকা এসে,
দিলো খাইয়ে ভিরমি, অদ্ভুত বেশে!


Image by Delyth Williams from Pixabay