উড়াল



উড়াল।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
মনের দরজা খুলে বেরোনো বাইরে,
কায়াটা অনড়, অবাক চোখে দেখে, স্থির নিজ পানে!*
একরাশ ক্লান্তি মেখে সময় চলছে,
আর, বহুমুখী টানে মনটাও ঘুরছে!
বেচইন, উন্মুখ, তৃষার্ত সে,
ভারাক্রান্ত হৃদয়ে, দুঃখী, অশ্রুভরা নয়নে খুঁজে যায় কাকে?
আজো চিনলো না তাকে, যার খোঁজে এতো উতলা সে!
শাহরগের চেয়েও কাছে থেকে, তবু খুঁজে আনমনে।
[লুসিড ড্রিম রেকর্ডিং থেকে অনুপ্রাণিত হয়ে।]

Image by Chris0223 from Pixabay

Post a Comment

0 Comments