মাত্রা।
  - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------------------------------
পাশে, বেড়ে- কতটুকু, কতটা উঁচু,
সরে গিয়ে আধখান, হলো সে নিচু।
এই সময়, এই স্থান- এলো কোত্থেকে,
ভাবি তা আনমনে, সব ফাঁকা রেখে।
হাতে নেই কোন প্রুফ, নেই কোন দেখা,
বাকিসব মাত্রারা কেমনেতে রাখা?
সীমাহীন মাত্রা কেমন হয় দিলে?
তা খুব ভালো হয়, মন খুলে নিলে!
আশপাশ সরে গিয়ে, হলো নির্জন,
এখন আনি নেক্সট মাত্রা, যে গুরুজন!
শুধু এক বিন্দু এক স্থানে, শূন্য মাত্রা কয়,
আর, একরেখায় বিচরণে এক মাত্রা হয়।
যোগ হলে পাশটা, দ্বিমাত্রা হবে,
বড় সে কতটা, ত্রিমাত্রায় পাবে!
এই তুমি বসে থাকো, আমি যাই চলে,
তব সাথে আছে মোর সময় মাত্রা ঝুলে!
সব নেই আচমকা, আছো শুধু তুমি,
সময়-স্থান বাদ দিয়েই ভাবো একটুখানি!


Image by Gerd Altmann from Pixabay