মোরা ঘুরে বেড়াই বীরবিক্রমে মৃত্যুর পরও,
'নেই' করতে পারেনি অবুঝদের আঘাত মোদের।
এখন, কান্নাভেজা চোখে দেখি আমাদের গুঁড়িয়ে যাওয়া ঘরবাড়িগুলো,
তোমরা কি জানো, ইনশাআল্লাহ্, আমরাই হই জয়ী।
কেন থামাও না ভুল কাজ, ভুল বলা আর ভুল ধারণা?
আমরা সবাই কি একই প্রভুর সৃষ্টি নই?
মায়া জাগিয়ে মনে, পীড়িতের মুখে ফোটাও হাসি।
আমরা তোমাদের শুভ চেতনা উদয়ের অপেক্ষায়।
Image by krystianwin from Pixabay
0 Comments