ক্রমশঃ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
হাওয়ার তোড়ে ভেসে যায়, কুয়াশা ভোরের,
জোয়ার তীরে এসে, নায় খাসা ফুলের!
আগত মেহমান, শীতল আবহে স্পর্শে মন ক্রমাগত,
সমাগত টান, অতল মোহে, ফরসে ক্ষণ আপাতত!
মাঝে মাঝে ঝরে, টুপটাপ ফোঁটা, জল কণারা রাজে,
সাঁঝে, কাজে তেড়ে প্রতাপ, গোটা ফল দানারা ভাঁজে!
গোধূলির সাজ, লাল-কালো আলো-আঁধারির মেলা,
ক্লিন্ন নীড়,
শান্তির রাজ, আল-ভুলো ভালো মুসাফিরির বলা, ছিন্ন
তীর!
আবছে আসে, আবছে যায়, পাইনা টের মোটেই কাছে,
পিছে ভাসে, মিছে হায়! যাইনা ঘের ওটাতেই পাছে।
Image by Christa Regina from Pixabay
0 Comments