শিকার

শিকার।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------
ঘাপটি মেরে আছে কাছেই, মোটেই যাচ্ছে না বুঝা!
অন্ধকার গুহার আঁধারে ঠিকমতো ঠাহর করা, নয় এতো সোজা!
গা ভাসিয়ে দিয়ে এগিয়ে এলো বিপুলাকার এক হিংস্র মীন,
অতঃপর, কালিমাখা পানিতে হয়ে বিভ্রান্ত, ঘ্রাণ হলো বিলীন!
তার দিকে উৎসাহী দুটি চোখে প্রাণীটি রয় চেয়ে,
আষ্টেপৃষ্টে বেঁধে ফেলার ইচ্ছেটা হচ্ছে না পূরণ, এতো কাছেও পেয়ে!
চুপসে যায় শিকারীর কৌতূহল, তাকে দেখতে না পাওয়ায়,
বর্ণ পরিবর্তনের ধাঁধায় পড়ে, মত পালটে সহসাই ফিরে যায়!
মহানন্দে করে উল্লাস, চলে গেলে সে, ছোট কিছু মৎস আহারের পর,
দিতে দীর্ঘ ঘুম, চলে নিজ আবাসে, অলস ভঙ্গিতে গুটিয়ে আটটি শূড় মাঝে রেখে ধড়!


Photo Credit: Inusuke

Post a Comment

0 Comments