মৃত্তিকার গহীনে

মৃত্তিকার গহীনে।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------
লেলিহান শিখায় একদল সানন্দে ঘুরে বেড়ায়,
দাউদাউ হুতাশনে না পুড়ে উলটো নিজ গা-টা জুড়ায়!
লালচে- হলুদাভ বর্ণীল হরেক উর্ধ্বগামী ঢেউয়ে তাকিয়ে,
এতোই তাপ সহ্যক্ষমতা, দাহিত না হয়ে যেন যায় শক্তি জুগিয়ে!
স্বাভাবিক পরিবেশে আসলে উঠে তারা,
ছোঁবে কি বরফ শীতল অনুভূতি, দিশাহারা!
আপেক্ষিকতার এই ব্যাপারটা আলাদা করে ক্ষেত্র,
যেমনিভাবে গঠিত দেহ-উপাদান, তেমনি লভে প্রতিরোধ, অলঙ্ঘনীয় সূত্র!
ভাবা যায়, কি করে তারা মেটায় তৃষ্ণা পানি পানের?
যাই হোক, বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই রয়, উপযোগী পানাহারের!


Photo Credit: https://www.wired.com/2015/03/johnny-haglund-the-earth-is-on-fire/amp

Post a Comment

0 Comments