অব্যর্থ



অব্যর্থ।

- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------
শীতল বায়ে,
প্রাণ জুড়ায়,
ফুরফুরে মেজাজে,
মন ভোলায়!
এদিকে চাঁদ,
ক্ষয়ে যায়!
তারারা মেঘের,
আড়ালে হারায়!
উল্কারা সব,
কার পিছে ধায়?
ভাঙতে শয়তানের,
বদ অভিপ্রায়।
ছুটন্ত সব আলোই,
উল্কা নয়,
উর্ধ্বাকাশে দ্রুত,
স্যাটেলাইটও বয়!
দৃষ্টিতে যদি,
ভ্রম হয়!
মিলিয়ে নাও,
'স্টারওয়াক ২ ও সোলার ওয়াক ২' অ্যাপদ্বয়!


   The Lyrid meteor shower peaks late Wednesday into early Thursday and could feature fireballs in the night sky. (NPS Photo)

Post a Comment

0 Comments