মুগ্ধতা



মুগ্ধতা।

- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------------
প্রশস্ত আকাশের দ্বার উন্মুক্ত করে আলোর স্তম্ভ একরাশ,
হালকা মেঘের ☁ পর্দা সরিয়ে জাগে টুকরো নীলাকাশ!
একফালি চাঁদ উঠে ভেসে, নীলের মাঝে আলো!
ফুরফুরে হাওয়ায় মনটা জুড়ায়, লাগে ভীষণ ভালো!
নব আনন্দের মিশ্রিত ধারায় যেন ছুটে চলে বারিবাহ ☁ প্রবাহমান,
আলোকিত ধূসর বারিদ ☁ ঢেকে ফেলে শশীকে করে দিয়ে ম্লান!
উড়ন্ত অভ্র ☁ খন্ড হয় অতিক্রান্ত মৃদু- মন্থর বেগে,
এসে পড়ছে বুঝি আরেকটা, চকিতে শংকা জাগে!
সরে গেলে সব বাধা অপলক চেয়ে থাকা কিছু সময়,
রাতের নীলচে আকাশের গায়ে স্বপ্নীল চাঁদ মায়াময়,
তোমাতে এত মায়া কেন?! আপ্লুত মন গভীর আবেশে নিমিষেই মগ্ন হয়!

Post a Comment

0 Comments