খোলা জানালা



খোলা জানালা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------

বিমূর্ত ঘূর্ণিপাকের বাঁকটিতে একটুখানি থেমে গিয়ে,
রঙিন বুনন আর রশ্মির প্রবাহটা স্তব্ধ করে নিয়ে!
অদৃশ্য দেয়ালে কল্পিত জানালা খুলে, বাইরে তাকিয়ে,
খোলা মাঠে সূর্যালোকিত সবুজ ঘাসে, মৃদু বাতাসে আলতো দুলুনি,
পাশেই আয়নার পিঠের মতো স্বচ্ছ পানির হ্রদ, ভাসে তাতে উর্ধ্বে নীলাকাশের অপূর্ব ছবিখানি!
দূরে স্বপ্নরাজ্যের ঝাপসা আল্পনায় মোহময় হাতছানি,
একাগ্রচিত্তে ভাবছিলাম কোত্থেকে আসছে অচেনা কোন পাখির মধুর এক মায়াময় ধ্বনি,
কাত হয়ে থাকা রেখাময় স্রোতটা সোজা করে নতুন দৃশ্যপট তৈরি করে নিলাম!
ইচ্ছে করেই, হঠাৎ নয়! আস্তে আস্তে আলোর জানালাটা বন্ধ করে দিলাম!
উৎস আর শেষটা মিলালো শূন্যতায়!- ঠিক যেন 'ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশন', হয়েছে যা বলা থিওরিতে- কোয়ান্টাম!

Post a Comment

0 Comments