স্তব্ধ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------
ছড়ানো শাখা-প্রশাখা আর, একগুচ্ছ জমানো কথা নিয়ে দাঁড়িয়ে থাকা গাছটি কুয়াশার চাদরে আজ ঢাকা,
স্যাঁতসেঁতে ভেজা, খসখসে পুরো দেহ, কান্ডের ছালে তার বয়সচিহ্নের রেখা।
অবিচল, স্থিরভাবে দন্ডায়মান থেকে দিবসমান কী ভাবে সে?
নিচ দিয়ে চলাচল করা মানব আর, পশু-পাখিদের অবাধ বিচরণ- অনায়াসে!
জবান তার সবসময়ই নির্বাক, স্বর যায় না আদৌ শোনা!
নীরব দেখে কভু ভেবোনা তাকে একেবারেই মনভোলা, আনমনা!
একদিন ঠিকই বলে উঠবে কথা সে, চিনিয়ে দেবে লুকায়িত ব্যক্তি পরিচয়,
সব বৃক্ষই বলবে কথা, কিন্তু, 'গারকাদ' নয়।
সত্যের জয়কালে হবে মিথ্যার বিনাশ অনিবার্য,
থাকো যদি সেদিন তুমি, দেখে নিও চূড়ান্ত পরিণতি, রয়েছে যা ধার্য।