আলো



আলো।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------
শক্তি বিকিরণ করে ইলেকট্রনের উচ্চ হতে নিম্নস্তরে গমন,
আপতিত উজ্জ্বল আলোকে বস্তুতে চকচকে প্রতিফলন,
অলক্ষ্যে থেকে আলোটা একই সাথে করে কণা ও তরঙ্গে বিচরণ!
সমানভাবে চারদিকে পড়ে ছড়িয়ে সৃষ্টি মুহূর্তেই,
উৎসে সরু রেখা মতো আভা, ঝাপসা লাগে খেয়াল করতেই!
সামান্য যাওয়ার পর যেন ধারা পথের সমাপ্তি!
চোখে যায় আটকে দীর্ঘ তাকানোতে আকৃতির দীপ্তি!
পলক সরানোর সাথে সাথে আলোকরেখার নিম্নে চলন!
বাকী অংশখানি রয় অদৃশ্য, নির্দিষ্ট সীমা অবধি অবাক দৃশ্যায়ন!
শোষিত হয় কিছু, প্রতিফলিত হয়ে যায় চলে অন্যত্র বাকীটুকু,
অসম্ভব দ্রুত গতিতে ছুটে চলে সে দিক না হারিয়ে একটুকু!
কী আশ্চর্য, এই আলোর প্রকৃতি, কভু কি দেখেছো তাকে?!
নিজে থেকে অচেনা, দেয় চিনিয়ে সবাইকে!

Post a Comment

0 Comments