সন্দেশ



সন্দেশ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------
পৌঁছে দিতে রসালো খবর হয় না একটু দেরি,
ফুর্তি আমেজে বলতে গিয়ে ডুবে কথার ফেরি!
বুঝি মনে লাগে দারুণ স্বাদ!
হয় পূরণ সাধের আহলাদ!
কিন্তু, ভাবো তুমি, করো খোঁজ!
কার মাংস খাচ্ছ রোজ!
দিয়ে বড় বড় তামার নখ,
আঁচড়াবে শরীর, পালাবে সুখ।
পরপারে দিবে পূণ্য আমলনামা থেকে, ফের-
শূন্য হলে সওয়াব সব, চাপবে বোঝা পাপের। বুঝো এবার, কতই না হবে তারা শরমিন্দা,
করে যারা পরনিন্দা, অগোচরে লোকের।

Post a Comment

0 Comments