মজযুব



মজযুব।
    - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------
একটু ছড়ালে তুমি জিনিস,
ছড়িয়ে পড়ে সবই!
একটু গোছালে পায় হদিস,
ঠিক হয় সামান অথৈ!
তোমার একটু ইশারায়,
দুনিয়া জুড়ে,
প্রভাব পড়ে!
অনৈতিকতা হারায় দূরে।
তুমি থাকো কোথায়?
আমায় বলো!
কৌতূহলী প্রশ্নগুলো,
প্রায়ই সময় ভাবায়!
সারাদিন করোটা কী?
চলো, কথা বলি!
একটু হাঁটি!
তোমায় নিয়ে,
আমার জানার,
অনেক কিছুই বাকী!
কী করে এই পদ পেলে,
বিশদভাবে বলো খুলে,
দিও না একটুও ফাঁকি!

Post a Comment

0 Comments