পূর্ণ চাঁদ



পূর্ণ চাঁদ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------
এত্ত বড়,
একটা চাঁদ!
আজ উঠেছে,
ভাঙছে বাঁধ! (আবেগে!)
হয়ে জড়সড়,
মনটা বলছে, (নিরুদ্বেগে!)
কী সুন্দর!
তুমি চাঁদ,
ভেদ করে,
আকাশ ছাদ,
গজালে হঠাৎ!
বিপুল আকারে!
আজ এই,
সান্ধ্য আঁধারে।
ধীরে ধীরে,
যাও সরে!
উপর দিকে,
আলতো করে!
ধরতে পারিনা,
তোমার চলা!
এতই মিহীন,
মাঝ চাঁদের গহীন!
রই চেয়ে,
হয়ে আত্মভোলা!
এদিকে সময়,
বয়ে যায়!
আমার কথাটি,
হেথায় ফুরায়!

Post a Comment

0 Comments