ইচ্ছে




ইচ্ছে!
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------
একটু পরে,
বলবো তারে!
ছিল কি এটা-
কল্পনা?!
নাকি ইচ্ছে আঁটা!
বানাতে নব আল্পনা!
তোমায় নিয়ে,
যত জল্পনা!
দুঃখ সরিয়ে,
শত দ্যোতনা!
আলতো হাঁটা,
অযথাই খাঁটা-
নয় আদৌ!
প্রতি কদমে,
মিলে পূণ্য,
হয় না শূন্য,
ফলাফলে একদমও!
শেষে আপামর ধন্য,
প্রভুর করমে!
তোমার জন্য,
স্বপ্নের রেশ ঘেষে,
বাস্তব কর্মে!

Image Courtesy: https://pixabay.com/photos/dandelion-flower-waterdrop-raindrop-6767804/

Post a Comment

0 Comments