পরিণতি




পরিণতি।
    - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------------
দেখো! একতাল ময়দার স্তুপ সামনে, আগে ছিল সেটা সাধারণ মাটি!
খাবে তা নেককার লোকে এখন, যদি ভবে কর্ম হয় পুরোপুরি খাঁটি!
উফ! এত্ত গরম! সহ্য হয় না আর! বলোতো কী আছে এখন করার?
ঐ যে দেখো! সবাই ওদিকে ছুটছে- দিগবিদিক হয়রান,
প্রখর রবি কিরণে ঘেমে নেয়ে অস্থির সব প্রাণ।
ধূলো ঝাড়তে ঝাড়তে উঠে বসে এগিয়ে আসছে অনেকে,
নিজের পক্ষে তর্ক করে চলেছে, জিজ্ঞাসে অন্যকে; শুরু তোলপাড়,
ময়দানে নিজ নিজ পাপ পরিমাণ নির্গত পছিনা সবার।
যে করেছে যেটুকু পূণ্য, পাবে প্রতিদান বহুগুণে তার,
আর, যে করেছে যতটুকু পাপ, ফল মিলবে হুবহু, বইবে না আরেকজন তার পাপভার।
ঐ যে তাকাও ওদিকে! অতীব মিষ্টি, সুশীতল-দুগ্ধশুভ্র পানীয় ভান্ডার হাওজে কাওসার,
ইখলাস মনে যাপিত হয়েছে জীবন যাদের, তারাই পাবে এই অপূর্ব উপহার!
মহান প্রভুর আরশ সম্মুখে সকলে সারি বেঁধে দন্ডায়মান,
কারও প্রতি হবে না জুলুম, নিজ হাতে রব দিবেন আজ কর্মের প্রতিদান।
দয়াল নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুপারিশে পাবে বহু পাপী পরিত্রাণ,
রাহীম স্রষ্টা অসীম দয়ায় পৌঁছাবেন যার যার পরিণামে, রহম করে দান।





1. Image Courtesy: https://pixabay.com/illustrations/result-excuse-me-fail-inability-to-3249597/
2. Image Courtesy: https://pixabay.com/illustrations/abstract-air-backdrop-black-1755967/
3. Image Courtesy: https://pixabay.com/illustrations/stamp-approve-rubber-pass-reject-2114882/
4. Image Courtesy: https://pixabay.com/illustrations/stamp-approve-rubber-pass-reject-2114884/

Post a Comment

0 Comments