রমজানের চাঁদ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------------
ঐ গগন কিনারে উঠলো বাঁকা চাঁদ,
খুশির জোয়ারে আজ ভাঙ্গলো মনের বাঁধ!
সব তাগুত চরণে শিকল জড়ালো,
মুমিন হায়াতে নেকের পরশ বাড়ালো।
মিষ্টি চাঁদের স্নিগ্ধ আবহে আজ মোরা ব্যাকুল,
ভুলে গিয়ে আগের যত পাপ আর ভুল,
চলোনা শুরু করি নবপ্রেরণায় সরল পথে চলা,
করেছেন দান যা মহান প্রভু, পাক কোরআনে যেমন বলা।
প্রিয়নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম- এর মায়াবী আদর্শে রাঙিয়ে মোদের মন,
বেহেশতী সৌরভে হই মাতোয়ারা, উঠলো যখন,
আজ কাঙ্খিত রমজানের চাঁদ,
খুললো দরজা রহমতের অবাধ!
Image by john peter from Pixabay
Image URL: https://pixabay.com/illustrations/ramadan-eid-muslim-islamic-mubarak-2366301/
0 Comments