তুমি বিমান!



তুমি বিমান!
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------------
ঘুরছো কেমন!
সসার যেমন!
বেগুনী অদ্ভুত!
তুমি বিমান নিখুঁত!
পাশাপাশি এক জোড়া!
পাক দিয়ে যায় তারা!
যেন নীলচে ফুল,
গায়ে তার,
রূপ বাহার!
কী সুন্দর টোল!
দিলে অপূর্ব দোল!
গোত্তা খেলো,
হঠাৎ বাঁক নিলো,
পুরোই গোল!
খুব নিচ দিয়ে,
এতটা ঝুঁকি নিয়ে!
নিশ্চিন্তে চলে যাওয়া,
বইয়ে জোর হাওয়া!
করলে মুখোমুখি অতিক্রম,
হাঁ হয়ে, রই চেয়ে, না ফেলে দম!
আবার কখন আসবে,
ঐ আকাশে ভাসবে! ছোট্ট খুকু হাসবে!
উপর দিকে চেয়ে,
থাকি কিছুক্ষণ,
বুকে আশা নিয়ে,
হয় সময় ক্ষেপণ!
আওয়াজ শুনি যেদিকে,
তার আগে চলো তুমি!
তুমিহীনা আশা ফিকে,
আকাশটা ধু ধু মরুভূমি!

Image Courtesy: https://pixabay.com/photos/jet-fighter-jet-raaf-hornets-2974131/

Post a Comment

0 Comments