যদি



যদি!
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------------------
এক ছোট্ট ক্ষেতে গাছে হলদে ফুলগুলো পাপড়ি ছড়িয়ে সুধা বিলাচ্ছিল একদিন,
মুগ্ধ চোখে তাকিয়ে সেদিকে দেখছিলাম প্রকৃতির শোভা অমলিন!
নিচে মোটেও প্রবাহ নেই, কিন্তু, উপরে তো সর্বদাই বায়ু বইতে থাকে!
ঝুঁকে গিয়ে উর্ধ্বে মেঘরাশি ☁ তখন ঢেকে ফেললো বিকেলের রবিটাকে,
কিঞ্চিৎ মৃদু আলোয় আকাশটা ছিল ভরপুর,
পাশেই ছিল একটা দীর্ঘ দিনের অব্যবহৃত পুকুর!
স্থির পানিতে যাচ্ছিল দেখা তাদেরই প্রতিচ্ছবি,
অস্পষ্ট আয়নার মতো প্রতিফলন কালচে ছায়ায় আজগুবি!
কখনো জলে কোথাও আঘাতে কেন্দ্র হতে বিস্তার লাভ করা বৃত্তাকার ঢেউ,
দেয় দুলিয়ে ভাসমান জলজ উদ্ভিদ, আর পাড়ে পৌঁছে মাটিতে যেন আলতো ছোঁয় কেউ!
কেমন হতো ব্যাপারটা- যদি প্রতিবিম্বের সাথে উপরে বাস্তব জিনিসগুলোও যেতো একইভাবে পালটে!
ভীষণ বিশৃঙ্খল হযবরল হয়ে যেতো ওখানটার সবই! কী আর বলতে!
বিস্তীর্ণ আকাশটাতে বিচিত্র কত কী যে দেখা যেতো, আর কাছের সৃষ্টিরাজিও হতো দারুণ আশ্চর্যান্বিত!
এটা কল্পনার জগৎ নয়! তাই, সম্ভাবনা এরকমটার খুবই পরিমিত!

Image Courtesy: https://pixabay.com/photos/bellingrath-gardens-alabama-1612728/

Post a Comment

0 Comments