রশ্মি।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------
এপ্রান্ত থেকে ওপ্রান্তে বিস্তৃত রশ্মি ছুঁড়ে দিয়ে বাতাসে,
একত্রিত করে মিলিয়ে দেওয়া সবটুকুই নিমিষে!
প্রবল বেগে আগত সাদা আলোর দুরন্ত ঝড় ধেয়ে যায়,
শোঁ শোঁ শব্দে বয়ে চলে সামনে, বাধারা সূদূরে হারায়!
একত্রিত সব কিরণ জমা করে নিয়ে আসি নিকটে দক্ষিণ হাতে!
মুঠোতে পুরে দেই বিলীন করে একদম বিন্দু আকৃতিতে!
একা ফেলে আমায় আচমকা কোথায় হারিয়ে গেলে তুমি?
এই যে দেখো! আবারো কতগুলো ধারা আসছে নেমে যেন অলক্ষ্যে এক সুনামি!
আকাশ জুড়ে তারার আলোয় নিঃসঙ্গ ভেবে যাই,
করুণ সুরে অবিরাম কার হাহাকার শুনতে পাই!
চলো এবার, ক্ষান্ত দিয়ে আকাশ-কুসুম কল্পনা, পুনরায় আবার নিজ ভাবনাতে হারাই!



1.Image Courtesy: https://pixabay.com/photos/laser-show-laser-light-rays-shine-4168131/ 

2. Image Courtesy: https://pixabay.com/photos/sunset-island-sky-waters-panorama-3087145/