নদীতীর।
  - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------
মনে কি পড়ে,
সেই নদীতীরে,
বালুর টিলায় হাঁটাহাঁটি,
জলে ভেজা নরম কাদামাটি!
আলতো দেবে যাওয়া তাতে,
একটুখানি চাপে চোরাবালি রূপ ধরা,
কিছু বালু নিয়ে হাতে,
সূর্যালোকে পৃষ্ঠ তার চিকচিক করা।
সামনে পাড় ঢেউয়ের আঘাতে ভঙ্গুর,
স্রোতে আগুয়ান পানি করে তোড়জোড়!
শুশুকের ভেসে ওঠা হঠাৎ,
অবাক নয়নে চেয়ে থাকা,
আরেকটা কখন দেখা যাবে?!
সাবলীল ভঙ্গিমায় পুচ্ছ তার দোল খাবে!
কতক্ষণ আর তাকানো যায় একা একা!
ফিরে যাওয়া আশাহত মনে নিয়ে পরিতাপ আপাত!
বহুবছর পর আজ রোমন্থন করি পুরনো দিনগুলো,
ফ্রেমের মতো একে একে গুণতো, কতটা হলো?!
এভাবে আলোমাখা স্মৃতিরা প্রায়ই দেয় মনে দোলা,
জীবনের প্রতি বাঁকে হয় পূর্ণ অভিজ্ঞতার ঝোলা!

Image Courtesy: https://pixabay.com/photos/summer-river-beach-grass-landscape-5336071/