অযথা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------
ভুল বোঝাবুঝি,
দূর করে,
বলো কথা সোজাসুজি!
মৃদু স্বরে!
চলছে আলোচনা কত!
ইনিয়ে-বিনিয়ে,
ইঙ্গিত শত শত!
পেয়েছি তাকে!
কথারই ফাঁকে-
দেয় বুঝিয়ে,
সুপ্ত অর্থখানি!
কী জানি!
নেই মনে গরলতা,
আছে শুধু সরলতা!
বিশ্বাসের ঠিক তাই দাবি!
অযথা কথার দ্বারে দিয়ে তালা,
ভেঙে ফেলো তার চাবি!
করে দাও একেবারে সিলগালা!
গ'লে নাও পরে,
আদবের সর্বোত্তম মালা!
দেখবে তুমি তখন,
ক্ষান্ত হলে ভুল কর্ম, আর অনর্থক কথন!
খোদার রহম কেমন ঝরে!
Image Courtesy: https://pixabay.com/photos/sunset-dusk-sky-clouds-lightning-2788572/
0 Comments