সন্ধ্যা



সন্ধ্যা।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------------------------
গোধূলি বেলার হলদে আভায় আকাশ রঙিন!
উর্ধ্বে পশ্চিমে লালিমাটায় আবির মাখা মেঘ গহীন!
সরু পাতের মতো সোনালী আলোর স্রোতধারা নির্গমন,
রাঙিয়ে দেয় সবকিছু, মুগ্ধতায় ব্যাকুল মনের ত্রস্ত অবগাহন!
ধীরে ধীরে আঁধার করে গ্রাস, ছেয়ে ফেলে চারিপাশ,
ঝোপঝাড়ে জমাট অন্ধকারে নিশাচরদের আত্মপ্রকাশ!
ঝিমঝিম স্তব্ধতায় একটা শব্দ কেমন!
আকাশে তারাদের আনাগোনা, জ্বলজ্বলে হীরক টুকরো যেমন,
গুটিয়ে যাওয়া গাছের পাতা আর, নিশ্চিন্ত নীরবতা, দেয় সাক্ষ্য,
সারাদিনের ব্যস্ততা ফুরিয়ে অবসরে মিলে প্রশান্তির আশ্বাস, ফলাফল প্রত্যক্ষ।

Image Courtesy: https://pixabay.com/photos/beach-sun-evening-summer-sea-2836300/

Post a Comment

0 Comments