স্মৃতি।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------------
করুণ সুরে বিদায়ী ঘন্টা অবিরত বেজে চলেছে তোমার,
এককালে তিলে তিলে গড়ে তোলা হে পরম জ্ঞানাধার!
কত ওলীর পরশে ধন্য তুমি প্রিয়! হে জ্ঞানপিপাসুদের আশ্রয়স্থল!
হেথায় জ্বালিয়েছেন কত বরেণ্য ওস্তাদ জ্ঞানের মশাল ছাত্রদের মনে অবিরল!
তাদের পদচারণায় মুখরিত ছিল প্রাঙ্গন, পবিত্র কিতাবের সুমধুর আওয়াজ ও চর্চার কোলাহল,
দিগবিদিকে ছড়িয়ে পড়ে আজো তারা বিলায় আলো, লভে লোকে বিদ্যার সুফল।
কালের ভারে এখন তব দেহে জড়তা করেছে ভর, জীর্ণ-মলিন কাঠামো-বল।
নব নির্মাণ তরে এই ক্ষণে তোমায় ভাঙার এক একটি আঘাতের শব্দ যেন দেয় মনে করিয়ে,
সেই পূর্ব যুগের হিরণ্ময় একেকটি মুহুর্ত বর্তমান অপূর্ণতা সরিয়ে,
কত না যতন করে তোমার ভিত্তি হয়েছিল স্থাপিত,
আজ অর্ধভাঙা ইট-কংক্রিটের দিকে তাকিয়ে ক্রমাগত-
ব্যথায়-বিষাদে হাহাকারে ভরে ওঠে মন,
কী যে এক শান্তিময় আবেশে নির্মিত বিদ্যাপীঠ ছিলে তুমি, মোদের ছিলে ভীষণ আপন!
যার পরতে পরতে কত যে অন্তর উৎসারিত নেক দোয়া মাখা;
আশাভরা চোখের পানি ঝরা বিনীত প্রার্থনা-আবেদন রাখা।
নতুন স্থাপনা এলেও তুমি থেকে যাবে মোদের হৃদয়ের গহীনে, অনুপ্রেরণার স্মৃতিচিহ্নরূপে,
দৃষ্টি হয়ে ওঠে ঝাপসা তোমার পানে বারেবার ফেলে পলক, ভগ্ন অবশিষ্টের স্তুপে।
ব্যথিত প্রাণের আকুলতা দূর করে রেখে দিচ্ছি তোমায় স্মৃতির বিমূর্ত খাপে,
ইনশাআল্লাহ্ তব ঘাটতি পূরণে হবে নব স্থাপনা খুব শীঘ্রই সোৎসাহে ধাপে ধাপে!
Image Courtesy: https://pixabay.com/photos/light-death-memorial-isolated-wax-1551386/