পিক্সেল!
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
পাশাপাশি বসে সারে সার, আকৃতি লভে এক,
একটু পাল্টালে সংকেত, দৃশ্য হয় আরেক!
নানা রঙের পিক্সেল, মিলে দেখায় খেল,
আলোটাকে ভেঙে-চুরে শতধায় মিশেল!
বর্গাকৃতির পিক্সেল তুমি, এতো ছোট একক,
খালি চোখে বুঝাই যায় না, দেখেও অপলক!
সার বেঁধে পাল নিয়ে স্ক্রিনে ওঠো ভেসে,
বর্ণানুপাত আর, স্থান বদলে রূপ নাও কিসে?!
লেখাপড়া শিখার আড়ালে প্রায়ই তুমি রও!
(অনলাইনে!)
ডিজিটাল গ্যাজেটে বাহারি প্যাকেটে আকর্ষণ তুমিই
হও! (কালার মেইনটেইনে!)
Image Courtesy: https://pixabay.com/photos/pattern-steel-abstract-video-wall-3358313/
0 Comments