মোড়



মোড়।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------------
প্রভাবক এসে পড়লো একটা কোথা থেকে যেন,
কারণটা খুঁজতে গিয়ে ভাবি হেন-তেন!
গতি গেলো বদলে হঠাৎ-ই করে,
প্রবাহ দিক বদলালো মন কুঠি ঘরে।
নির্দিষ্ট পথে ধারা ছুটে চলে,
সতেজতা ছড়িয়ে কী কথা বলে!
স্তিমিত ভাবটি পরে ক্লান্তি বয়ে আনে,
ঘুরে যাওয়া হাওয়ার উৎস জানো কোনখানে?
ধারণাতীত জায়গায় সে ঠাই পেলো গুণে!
সম্ভাবনার দ্বার খুলে কে রঙিন স্বপ্ন বুনে?!

Image Courtesy: https://pixabay.com/illustrations/banner-header-grid-bent-vibration-1093905/

Post a Comment

0 Comments