হঠাৎ



হঠাৎ।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------------
আমাকে দেখলেই বুঝি তুমি জমাট বাঁধো!
আচমকা বাধাহীন পথে গাঢ় হয়ে ঝরো আধো!
কী এমন হতো, যদি একটু পর আসতে!
কিছু সময় না হয়-
শুভ্র অভ্র হয়ে আকাশেতে ভাসতে!
ঘুরে ঘুরে দেখতে নিচের জীবনপ্রবাহের খেলা,
রঙিন স্বপ্ন গেঁথে কেটে যেতো তোমার মোক্ষম বেলা।
তা না করে হঠাৎ-ই কালো হয়ে রাগে পড়লে মাথার
উপর ফেটে!
তোমার বজ্রধ্বনিতে মুহুর্মুহু শঙ্কা জাগে, মনে বিষম
আতঙ্ক জোটে।
কর্দমময় পিচ্ছিল পথে চলতে গিয়ে কেউ এদিন,
বাছাই করা পদক্ষেপে অতিক্রম করে সতর্ক দৃষ্টি ফেলে
রাস্তা সঙিন।
অনুরোধ করি তোমায়-
শোনো, এরপর যখনি আসবে, সংকেত দিয়ে
আগমনের,
বলে কয়ে পরিবেশটা মানিয়ে ঝরবে!- দায়িত্ব পালনে
বর্ষাদিনের!

Image Courtesy: https://pixabay.com/photos/window-glass-water-rain-raindrops-1283073/

Post a Comment

0 Comments