কুয়াশা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------------------------------
গুঁড়ি গুঁড়ি কণারূপে আসো তুমি ভেসে,
সকালের রোদ্দুরে শিশির উঠে হেসে!
থমকে দাঁড়াও কেমনে না পেলে বায়ু,
দিন বাড়ার সাথে সাথে কমে তব আয়ু!
উর্ধ্বের মেঘ☁ তুমি চলে এলে নিচে,
কী যে আনন্দ তোমায় পেয়ে, বিচিত্র নকশা ছাঁচে-
আঁকো দারুণ আল্পনায় ছবি হরেক রকম,
ঠায় দাঁড়িয়ে থাকা গাছটায় পাতা কেমন কম!
গাঢ় কুয়াশায় লাগে কিম্ভূতকিমাকার এক দিশারী পথের ধারে,
ইঙ্গিত দেয় পথিকে, ঘটনার আবর্তন কীরূপে আসে বার বার ফিরে।
তব শীতল বায়ে বেদনাপত্র ঝরে অশ্রুত হাহাকারে,
কুয়াশা, আজ তুমি কাঁদো, আরও কাঁদো!
বিরহ ভাঙ্গা গহবরে আরো ভালো করে তুমি জমাট বাঁধো!
Image Courtesy: https://pixabay.com/photos/sunbeams-forest-fog-trees-woods-1547273/
0 Comments