ধ্রুব



ধ্রুব।

   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------------------------------------
কভু বেশ-কম হয় না তব ধ্রুব জ্ঞানে,
একই সাথে রাখো খোঁজ সৃষ্টির প্রতি জনে জনে।
*তোমার কাজতো কেবল একই, যেমনি চোখের পলক,
তুমি তুলনাহীন নিরাকার খোদা, অদ্বিতীয় একক।
এই জগতগুলো ধীরে গড়লো তোমার অপূর্ব কৌশলে,
'কুন' আদেশে শুরুতে রুহ্ মোদের তাৎক্ষণিক সৃজিলে।
চারিধারে এত করে খুঁজি তোমায়, দাও না দেখা!
তুমিহীনা কত অস্থির, ব্যাকুল এই আমি- বিরহেতে ভুখা।
মোদের চোখের আড়াল হয়ে কেন থাকো দূরে?
এত কাছে তুমি থেকেও কেন দেখিনা তোমারে?
যখন যতখানি করো ইচ্ছে, ততখানিই হুকুম বদলায়, তবু জ্ঞান তব ধ্রুব,
কেবল বাকি থাকে তোমার মর্জি মোতাবেক যা কিছু, বিলুপ্ত হয় অদরকারী সব।
আদ্যোপান্ত কল্যাণকর প্রতিটি ইচ্ছে তোমার, যা হয় অনুক্ষণ,
কী করে এই অসীম বিচিত্র ইচ্ছে তুমি করো নিজ সত্তায় পোষণ?
হৃদয়ে শান্তির ফল্গুধারা হয় বহমান, পেলে তব পরিচয়,
একবার যে পায়, তব খাছ দান, থাকে না মনে তার, আর কোনই সন্দেহ-সংশয়।

----------------

*"আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো।" [সূরা আল ক্বামারঃ আয়াত ৫০]


Image Courtesy: https://pixabay.com/illustrations/ramadan-allah-golden-gold-muslim-2412453/

Post a Comment

0 Comments