ট্রেন



ট্রেন।
   - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------------------
এগিয়ে আসে ওই,
মিয়া যায় কই!
তার ঘটাঘট শব্দে,
ম্রিয়মান অব্দে,
বেলা কাটে সই!
শো' করে পাশ দিয়ে,
চলে সে আশ নিয়ে,
বাড়ি যাবার মই!
-এর মতো রেললাইনে,
চড়ে বসে দূর পানে,
তাকিয়ে অবাক হই!
চলে গেলে শেষটা,
দেখে নিয়ে গাঁথি,
'ট্রেন গেলো একটা'!
স্মৃতিপটে রাখি!

Image Courtesy: https://pixabay.com/photos/railway-forest-trees-rails-2818748/

Post a Comment

0 Comments