তাগিদ



তাগিদ।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------------
গোধূলি লগন,
জরুরী সমন,
যেতে হবে সামনে!
এড়িয়ে কানুন,
পিছিয়ে এখন,
কী লাভ গোপনে?
জমছে আঁধার,
ঝাপসা বাহার,
দৃষ্টির সীমানায়!
করুণ হাহাকার,
কল্পনায় সাকার!
বিমূর্ত ভাবনায়!
জ্বালো আলো,
চলো আগে নির্ভয়ে!
খোলো কালো,
পর্দা দৃপ্ততায় সরিয়ে!

Post a Comment

0 Comments