নিরসন



নিরসন।
     - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------
ভুল বোঝাবুঝি দূর করে উদার মন নিয়ে,
দৃষ্টিভঙ্গি বদলিয়ে আর, উপলব্ধির প্রশস্ততা আরেকটু বাড়িয়ে,
যাচাইয়ের মানদন্ডটা প্রকৃত আদর্শে পালটিয়ে,
ভেবে নাও, কোথায় রেখেছো ধারণা আর, কারো অবস্থান।
একই রকম দেখতে বস্তু বা, ব্যক্তিসকলে, সব সময় পাবে না ভেতরে একই মান।
নিরঙ্কুশ সত্যের উপর জন্মে সবাই ক্রমে ক্রমে হয় বিকশিত,
পরিবেশ আর পরিস্থিতির শিকার হয় আরো অনেকে কতো!
তবু অনেকের মনটি রয়ে যায় স্রষ্টার সীমাহীন দয়ায় কলুষতা মুক্ত।
কারো কাছে নেহায়েত শূন্য, কারো কাছে বিপুলা ধরণী; আঁকা চ্যাপ্টা বৃত্ত!
সৎসঙ্গে লভে সচ্চরিত্রতা আর, ভিন্ন সঙ্গে সৎপথের দিশা হয় লুপ্ত।
সুশোভিত হয়ে রয় স্বকর্ম প্রতিজনের নিকট নির্বিশেষে প্রকাশ্য বা, গুপ্ত।
সঠিকতার কষ্টিপাথরে ঘষলেই মেলে অবস্থার পূর্ণ তথ্য; হয়ে ভুলে সিক্ত-
কেউ হারালে সোজা পথ, হাতে ধরে ঠিক করে দাও না তারে,
নতুবা, চলে যায় যদি সে পা পিছলিয়ে নরকের অতল গহবরে।
ঝেড়ে ফেলে যত ক্ষোভ- অভিমান, ক্ষমা দিয়ে পরম মায়ায়,
উদ্বোধিত করে দাও নতুন পথচলা, ধীরবেগে আশারা যেন সম্মুখে ধায়।

Post a Comment

0 Comments