আওয়াজ।
     - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
----------------------------
একটু মনভুলো হয়ে উদার নয়নে,
ভিন্ন অবস্থার মিশ্রণে দূরের আওয়াজ,
শব্দের উৎসপানে একনিষ্ঠ শ্রবণে!
মিলে বিশ্লেষিত অর্থে নতুন কারুকাজ!
কান পেতে শোনো আজ!
প্রতিধ্বনিত হচ্ছে কি তব হৃদয়ের কথা,
এড়িয়ে গিয়ে অন্য অংশটা, সুস্পষ্ট সীমায় গাঁথা,
পর পর মিলিয়ে বুঝে নাও অদৃশ্য ইঙ্গিত,
অলক্ষ্যে থেকে দিয়ে যায় উপদেশ,
সামনে তুলে ধরা মায়াবী আবেশ,
নিয়ন্ত্রিত কর্মের সমাবেশ, হয় পরিশেষে সমস্যার বিহিত!