কণা।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
--------------------------------------
মাল্টিভার্সগুলো থেকে শুরু করে কেন্দ্রে হিগস বোসন পর্যন্ত,
কী বিশাল পরিধি এর- নাও ভেবে গভীরভাবে আদ্যোপান্ত।
এই সাগর, নদী, পাহাড়-পর্বত, সমতল ভূমি,
মাটির গহীনে লুকায়িত হীরা-জহরত, আর তুমি!
অতি বৃহৎ গ্যালাক্সি ক্লাস্টার, তারকা, গ্রহ, শক্তি প্রবাহ ঝকমক!
সবকিছুই ব্যাপ্ত অদেখা ক্ষেত্রে, মগ্ন আপাদমস্তক।
ধূলোর পাহাড় নিয়ে এগিয়ে আসা ঝড়টা,
রিমঝিম বৃষ্টিতে পড়ন্ত ঠান্ডা জল ফোঁটা;
জড়সহ সচেতনতায় ঠাসা বাক, চলন, বুদ্ধিসম্পন্ন সৃষ্টি,
খালি চোখে, অণুবীক্ষণ কিবা দূরবীক্ষণে যতদূর যায় দৃষ্টি;
অকল্পনীয় আর, কল্পনা করা যায় যতটুকু, যা কিছু; যে পর্যন্ত হয় খেয়ালের গমন,
ভরহীন মৌলিক কণা, আর ভরবাহী যারা, করছে তারা রূপান্তর বপন।
মিশে আছো তুমি সবে, ভবে দেখি যা কিছু,
মনের গহীনে করি অনুভব তোমায়, আছো তুমি সবার পিছু!
Image by jw210913 from Pixabay
0 Comments