কল্পনার দৃশ্যপট।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------
দূর সীমানা থেকে আগত খুবই ক্ষীণ শব্দের আবহ,
আঁধার ভেদ করে আসা আলোক রশ্মিটার মায়ামোহ!
ঝিমঝিম ক্লান্ত অনুভূতিটুকু ঝেড়ে ফেলে উদ্দিষ্ট কার্যে মনোনিবেশ, কর্তব্যের সমাবর্তন!
উর্ধ্ব হতে পড়ন্ত বস্তুর আওয়াজের আকস্মিকতায় মনোযোগের পরিবর্তন!
এলোমেলো জাল বিস্তার করে বসতি স্থাপন করা মাকড়সার স্পন্দনের মতো,
ভাঙ্গা তটে অবস্থানরত একাকী সাহসী মানবের জীবনোপকরণ যতো!
তারপর, বাতাসে ভেসে আসে অদৃশ্য লেখার উজ্জ্বল অক্ষর!
মূহুর্তে মিশে যায় অবলীলায়, হলে প্রসঙ্গান্তর!
স্বচ্ছ আলোর দেয়ালে নির্মিত কল্পনার দৃশ্যপট,
চাইলেই মনের পর্দায় করা যায় উপস্থিত, যা ইচ্ছে তা, খুব ঝটপট!
0 Comments