অসম্ভব


অসম্ভব।

- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।

----------


সূর্য যদি একদিন হঠাৎ না চলে,

চাঁদ যদি যায় থেমে, কিছুই না বলে!

পৃথিবী স্থিরতা পায় যদি, বন্ধ করে তার ঘূর্ণন!

যাবে কি স্তব্ধ হয়ে কালের মহাজাল বুনন! আঁধার না নেমে নির্জনতা হারায় যদি মাঝে
কলস্বন!

মৃদু কোমল প্রশান্তির আলো যদি রয় সর্বদা-
অনুক্ষণ!"



কর্মশ্রম, ক্লান্তি আর বিষাদটুকু তুলে নিয়ে, ফেলে এসে দূরে!

দেখবে, কেমন করে অনির্বাণ সুখগুলো চারিধারে ঘুরে-ফিরে!




© Abdullah Al Faruque.

My Website: অণুসাহিত্য, টেকনো টক।

Project: দারুল হুদা।







Post a Comment

0 Comments