বিস্ময়



বিস্ময়।

   - লিখেছেন আবদুল্লাহ্‌ আল ফারুক।

------------------------------------------------------------

মনে করো, পরিধি প্রসারিত হচ্ছে এমন একটি ইলেকট্রনের ভেতরে,

সংকুচিত করা হলো প্রসার্যমান পুরো একটি মহাবিশ্বগুচ্ছ।


তারপর ধরো, সেই মহাবিশ্বগুচ্ছটার ভেতরের,

প্রত্যেক প্রসারী ইলেকট্রনের মাঝেও আবারো একটি করে একই রকম প্রসারী মহাবিশ্বগুচ্ছ কমপ্রেসড করা হলো!

অবিশ্বাস্য ভাষ্য!


এভাবে সংকোচনের ধারা কি হবে কভু শেষ?!

[প্রসারণ না ঘটলে অবশ্য একসময় বৃত্তের কেন্দ্রবিন্দুতে গিয়ে সংকোচন শেষ হয়ে যাবে; যা হবে বিন্দুর ন্যায়!]


বিপরীতে, যদি করা হয় প্রসারিত,

একটি ইলেকট্রনের ভেতরে থাকা-

সংকুচিত বিশ্বজগতগুচ্ছকে আসল আদলে,


যেটা হয় অন্য আরেক মহাবিশ্বের,

ক্ষুদ্র ইলেকট্রনের পরিধি সমান-

এরকমভাবে দেওয়া হলে বদলে,


প্রসারণেরও কি বুঝি কোনদিন হবে সমাপ্তি?! 

শুনে হয়তো বলবে-

যা একখান বলেছো, বেশ!

Post a Comment

0 Comments