আগন্তুক।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------
বিন্দুর মতো আকৃতিটি আস্তে আস্তে এগিয়ে আসে,
পর্বত চূড়া হতে নেমে, ডানা মেলে বাতাসেতে ভাসে!
তার কায়াতে বাধাপ্রাপ্ত হয় ক্ষণিকের তরে রবির কিরণ,
দৃষ্টির অল্প স্বস্তিটুকু রেখে যায় স্মৃতিচিহ্ন, ভীষণ রক্তিম বরণ!
পুনরায় হাত ঠেকিয়ে কপালে, দেখতে থাকি অচেনা আগন্তুকের পাখার বিস্তার,
কিভাবে ভেসে রয় সে, করে ক্রমাগত ডানা সংকোচন ও প্রসারণ?
কেমন করে পদদ্বয় আলতোভাবে গুটিয়ে রাখে মিশিয়ে তনু-মন!
মন চায় শুধাই, "বলে যাবে কি, কোথা থেকে এলে, আর, যাবেই বা কোথায়? থামবে কি একবার?"
বাজপাখিটার অবস্থার ভাষা আমার তো নেই জানা!
উড়তে উড়তে সে একটু তাকিয়ে কী ভাবে, তা যেন বলতে মানা!