টেলিপ্যাথি



টেলিপ্যাথি!
    - লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
------------------------------
আরেকজন ভাবছেটা কী, মনে মনে এখন যেটা বললো!
কী কল্পনা করছে, অন্যজন আবছে তা দেখলো! (উদ্দিষ্ট কেউ!)
আধ্যাত্মিক ক্ষমতার অপব্যবহার, স্রষ্টার নিষেধের প্রতি গাফলতি,
বলে দেওয়া সব গোপন রহস্য-সম্ভার, সম্ভাব্য পরিণতি!
দেখা আর ধারণার মাঝে রয় বিস্তর ব্যবধান,
সুনিশ্চিত সবকিছু জানেন শুধু স্রষ্টা চির মহান।
কী রয় অন্তরে, আগাম নিয়ত, বুঝে নিয়ে তা,
কেউ করে প্রকাশ লোকসম্মুখে, এ যে করুণ উদাসীনতা!
পরিকল্পনা ধরতে অনেক ভ্রান্তি তো করেই যায়,
বিস্ময়কর ফলাফলে গিয়ে কল্যাণময়তাই পায়!
প্রায়ই ভুল শব্দ আর, মনদৃশ্যের উপস্থাপনা,
অপশব্দের কটু ব্যবহার মাঝে দেয় হানা!
পরিশুদ্ধ করেছে নিজেকে যারা,
আলাদা তাদের চলন ধারা!
অন্যদের তাৎক্ষণিক বাক্যপ্রবাহে, (তরঙ্গায়িত ঢেউ!)
দুর্বাক্যের দাবদাহে;
নরকাগ্নির ছোঁয়া আসে যেন,
পূর্বকর্মের জের ধরে বলা হেন-তেন।
রাগ, অভিমান ও ক্রোধ মিশ্রণের সুযোগে,
টেনে আনা হয় সিদ্ধান্তে পরিবর্তন, যাপিত হয় জীবন দুর্ভোগে,
সত্য- মিথ্যার মিশ্রণে কতই না ভুল থেকে যায়!
যে বলে বেড়ায় এতো কথা, সে নিজেও কি তা বুঝে হায়!

Image Courtesy: https://pixabay.com/photos/fiber-optic-cable-blue-network-2749588/

Post a Comment

0 Comments