বিন্দু



বিন্দু।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------
ঠিক কোথায় ছিল বিন্দুটি?
অবস্থান নিশ্চিন্তমনে নির্দিষ্ট করবে কী করে?
অতি ঘন প্রায় অসীম ভরের সিঙ্গুলারিটি!
মহাবিস্ফোরণের পর ছড়িয়ে যাচ্ছে ছায়াপথেরা সেই আদিকাল ধরে!
আমাদের মিল্কিওয়েও ছিল অন্তর্ভুক্ত তাতে অতি ক্ষুদ্রাকারে!
পরিচিত তারাগুলোর ☆ উত্তপ্ততা ও শক্তি প্রচ্ছন্নভাবে ছিল এতে নিহিত,
পদার্থ ও প্রতি-পদার্থের পারস্পরিক মিথষ্ক্রিয়ায় সাম্যাবস্থা হলো বিহিত!
ক্রমাগত শীতল থেকে শীতলতর হচ্ছে মহাবিশ্বরা আপাত সম্প্রসারণমান,
একে অন্যের থেকে চলে গিয়ে দূরে, দিচ্ছে জানান, শক্তি প্রবাহ দিনমান!
নেই তো বিস্তৃতির শেষ সীমানা, কোথায় দিবে পরিধির দেয়াল, অসীমে চলমান!

Post a Comment

0 Comments