পাই



পাই।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-------
বারবার বলে যাই,
বৃত্তের পরিধিকে,
করে ভাগ তাকে,
নিজেরই ব্যাস দিয়ে,
পাওয়া যায় 'পাই'!
বলি একটু এগিয়ে,
১৪ মার্চ 'বিশ্ব পাই দিবস',
গণিতের মনন ও রস,
আহরণ করি কি মোরা-
দিয়ে চিত্ত মনোযোগ অন্যদিক হারা!
প্রত্যুৎপন্নমতিতার সুবর্ণ সেই যশ!

Post a Comment

0 Comments