দুর্বোধ্য



দুর্বোধ্য।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------
কোমল আবছা কুয়াশায় ঘেরা ফুটফুটে সকালটা,
হাতছানি দেয় নিত্য কর্মের আহবানে, ক্ষণকাল পরে উদিত সূর্যালোকে পাখিদের গানে,
কাকেদের কা-কা রবে, দূর থেকেও যায়
শোনা অবিরত সংলাপ!
এগারো প্রকার স্বরে তাদের ধ্বনির বিচিত্রতা
যদিও দুর্বোধ্য, কিন্তু, নয় তা প্রলাপ!
কী ইশারা করে মানবেরে বারেবারে, কী
সতর্কবাণী করে দান?
তারা যে বৃক্ষে করে আরোহণ, তার সবুজ
পাতার শিরায় শিরায় বহমান সুপ্ত জীবন,
তার এক ডাল থেকে অন্য ডালে বিহঙ্গের অত্যল্প বিচরণ!
বসার মূহুর্তে ডানা দুটির, পিঠে আলতো সন্নিবেশকরণ!
সহজাত স্বভাবে আঁকড়ে ধরে শক্ত করে দৃঢ় অবলম্বন!
পাশাপাশি বসে তারা কিচিরমিচির স্বরে ক্রমাগত একে অন্যকে কী যায় বলে?
নিম্নে ভূমিতে মার্জার-টাও কি বুঝে তাদের ভাষা
উত্তরে তার স্থির শিকারী চোখ দুটি উৎসুক আলোয় জ্বলে!

Post a Comment

0 Comments