অব্যক্ত



অব্যক্ত।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
---------
আকাশের কোণ হতে অকস্মাৎ আসে এক ক্ষমতাধর ঘূর্ণিবায়,
থেমে প্রকৃতির চারিপাশ,শক্তি যোগায় যেন নিস্তব্ধতায়!
এরপর, হঠাৎ শুরু করে চূর্ণ-বিচূর্ণকরণ মহা তান্ডবে, তার দানবীয় আস্ফালনে,
উপরে গগন বজ্রধ্বনি দেয়, রূপে শংকিত সংকেত প্রাণপণে!
পাশ দিয়ে বয় ঝড়-ঝঞ্ঝা শত, তবুও অক্ষত রয় পথিমধ্যে একটি খড়ের টুকরো,
তাকিয়ে কি দেখে, উর্ধ্বে উল্কাবেগে চলা ঈষৎ কালো মেঘেরা, এই রহস্য চিহ্ন ক্ষুদ্র!
ধোঁয়াশারা গম্ভীরমুখে করে বিরাজ, শান্ত হলে প্রকৃতি মহা রুদ্র!
শুভ্র মেঘেদের ☁ আনাগোনায় ভরপুর হয় আকাশ আবারো,
সূর্য ☀ পুনরায় দেয় উঁকি, সরিয়ে মেঘ ☁, প্রখর আলোকে পূর্ণ হয় গগন!
গা হিম করা শীতল বাতাসে অব্যক্ত কথাগুলো, লিখতে ভাবে তখন, উদাসীন মন!

Post a Comment

0 Comments