সংকেত



সংকেত।
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
-----------------
প্রখর তাপে কুন্ডলী পাকানো সরু আবছা ধোঁয়া রেখা, যেন ঘোর লাগা দিবা স্বপন!
চোখ ধাঁধানো রোদে, দূরে যায় দেখা, মরীচিকায় আলো- বাতাসের আন্দোলিত কাঁপন,
তরু-গুল্ম সব শুকিয়ে আজ বিবর্ণ মৃত,
বৃক্ষের সবুজাভ আভা আর নেই, ধূসর নিষ্প্রাণ হয়ে শুষ্ক জীর্ণ ডাল মেলে দণ্ডবৎ দাঁড়িয়ে,
তাজা পত্র-পল্লব তার ক্রমাগত অনাবৃষ্টিতে ধৃত!
মানুষ প্রতি নয়ে ছয়জন গেলো কোথায় হারিয়ে?
আসমান থেকে ঝরে না কতদিন রহমতের ধারা,
নদী-নালা শুকিয়ে কাঠ এখন, পানিহীন; সবাই কতনা দিশেহারা।
নির্মম ধ্বংসযজ্ঞের পাশে রয়ে নির্বাক দেখছি এসব,
হয়োনা কাতর, আর কিছুদিন ধৈর্য্য ধরো, আসবে খোদায়ী সাহায্য শীঘ্র খুব,
আল্লাহর নাম স্মরো, মিটবে ক্ষুধা-তৃষ্ণা, আশায় ভরো মনের পিঞ্জর, দূর হবে দুর্দশা ও পরাভব।

Post a Comment

0 Comments